আমি আরও দেখি একটা কবর। একজন মা কবরের মধ্যে ছেলেকে খুঁজছে। এই মা বাংলাদেশের কিংবা শ্রীলঙ্কা কিংবা গুয়াতেমালার।কোনো কিছু টেকে না। শুধু টিকে থাকে ইতিহাসের ব্যঙ্গ। মা জননী উঠে দাঁড়ায়। একমুঠো মাটি কবরে ছড়ায়। এই মা বাংলাদেশের কিংবা শ্রিলঙ্কার কিংবা গুয়াতেমালার।মাটি নিয়ে বাড়ি খোঁজে মা। তাঁর বাড়ি কোথাও নাই। ইতিহাসের কোথাও তাঁর বাড়ি নাই। শুধু আছে কবর। খুন করার জায়গা। এই জায়গাটার নাম বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা গুয়াতেমালা।
-বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
Select a background
More quotes by বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
Popular Authors
A curated listing of popular authors.