আজিকে চাঁদ উঠবে প্রথম রাতেনদীর পারে নারিকেলের বনে,দেবালয়ের বিজন আঙিনাতেপড়বে আলো গাছের ছায়া-সনে ।দখিন-হাওয়া উঠবে হঠাত্ বেগে,আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে-বাঁধা তরী টেউয়ের দোলা লেগেঘাটের পরে মরবে মাথা কুটে ।জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে,থমথমিয়ে আসবে যখন জল,বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে,চন্দ্র যখন নামবে অস্তাচল,শিথিল তনু তোমার ছোঁওয়া ঘুমেচরণতলে পড়বে লুটে তবে ।বসে আছি শয়ন পাতি ভূমে,তোমার এবার সময় হবে কবে ?
-Rabindranath Tagore
Select a background
More quotes by Rabindranath Tagore
Popular Authors
A curated listing of popular authors.