কেন এই অবিশ্বাস, কেন আলোকিত অভিনয়?কী আছে এমন বর্ণ, গন্ধময়; জীবনের পথে,গ্রন্থের ভিতরে আমি বহুকাল গবেষক হয়েলিপ্ত আছি, আমাদের অভিজ্ঞতা কীটের মতন ।জানি, সমাধান নেই; অথচ পালঙ্করাশি আছে,রাজকুমারীরা আছে- সুনিপুণ প্রস্তরে নির্মিতযারা বিবাহের পরে বারংবার জলে ভিজে ভিজেশৈবালে আবিষ্ট হয়ে সারস শ্যামল হতে পারে ।এখন তাদের রূপ কী আশ্চর্য ধবল লোহিতঅকারণে খুঁজে ফেরা; আমি জানি, নীল হাসি নেই ।জঠরের ক্ষুধা তৃষ্ণা, অট্টালিকা, সচ্ছলতা আছেসফল মালার জন্য; হৃদয় পাহাড়ে ফেলে রাখো ।

-Binoy Majumdar

Select a background
Awesome background image
Awesome background image
Awesome background image
Awesome background image
Awesome background image

More quotes by Binoy Majumdar